একজন দক্ষ কম্পিউটার অপারেটরের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় রয়েছে বইটিতে! বইটিকে ২টি ভাগে ভাগ করা হয়েছে।
১ম ভাগে ১৮টি অধ্যায়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। যেমন কম্পিউটারের সাথে পরিচিত, কম্পিউটারের সাথে সম্পর্কিত আরো ডিভাইসের সাথে পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
এরপরে, অপারেটিং সিস্টেম পরিচিতি, কম্পিউটারের ফোল্ডার, ফাইল পরিচিতি ও ব্যবহার ওয়ার্ড প্রসেসিং এনভায়রনমেন্ট ব্যবহার করার নিয়ম।
আবার, রিবন ও ট্যাপ; এম এস ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করার নিয়ম কম্পিউটারের টাইপিং অনুশীলনের নিয়ম শেখানো হয়েছে।
এছাড়াও, ১ম অধ্যায়ে আরো ফাইল ও ফোল্ডার সেভ করা, লেখার সাইজ, স্টাইল, কালার ও সঠিক ফ্রন্ট এর ব্যবহার সহ টেবিল, কম্পিউটারের সাথে প্রিন্টার সেট করে প্রিন্ট দেয়ার নিয়ম আলোচনা করা হয়েছে।
বইটির ২য় অধ্যায়ে কম্পিউটার অফিস অ্যাপ্লিশেন শিক্ষার অ্যাডভান্স বিষয়ে আলোচনা করা হয়েছে।
যেমন: ইনসার্ট ট্যাব, গানিতিক অপারেশন, মাল্টি কলাম তৈরির নিয়ম, ইনডেক্সিং, মেইল মার্জ করার নিয়ম, ইকুয়েশন এডিট করার নিয়ম দেখানো হয়েছে।
সর্বশেষে কিছু প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়েছে।
যেমন: বায়োডাটা তৈরি করার নিয়ম, আমন্ত্রণ পত্র তৈরি করার নিয়ম, সনদ পত্র তৈরি করা নিয়ম শেখানো হয়েছে।
এছাড়াও, কম্পিউটারে ইন্টারনেট ও ইমেইল এর পূর্ণ ব্যবহার বিধি, মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট, এম এস অফিস ও এম এস এক্সেল এর সম্পূর্ণ কোর্স শিক্ষা দেয়া হয়েছে।
কম্পিউটার শিক্ষার এই pdf বই সম্পর্কি কিছু তথ্য জেনে নিন ও নিচে থেকে free pdf Download করুন: